কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে আর্থিক বিজ্ঞাপন দেখে প্রতারিত হওয়ার ব্যাপারে জনসাধারণকে সতর্ক করেছে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম/লোগো ব্যবহার করে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে লোন, রি-পেমেন্ট, ইন্টারেস্ট রেট ইত্যাদি সংক্রান্ত বিনিয়োগ ও মুনাফাকেন্দ্রিক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। উল্লিখিত বিজ্ঞাপনসমূহে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় মোবাইল ব্যবহারকারী সাধারণ জনগণ উক্ত মোবাইল অ্যাপ্লিকেশন/বিজ্ঞাপনসমূহ নির্ভরযোগ্য বিবেচনা করে প্রতারিত হতে পারেন। এ ছাড়া এ ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে বড় ধরনের জালিয়াতি সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম/লোগো ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ধরনের বিনিয়োগ বা মুনাফাসংক্রান্ত বিজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
লোগো ব্যবহারে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক https://corporatesangbad.com/59367/ |