স্ট্যান্ডার্ড সিরামিকসের পর্ষদ সভা ঘোষণা

Posted on January 16, 2023

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি দুপুর ২টা ৪০ মিনিটে ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৪২ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে স্ট্যান্ডার্ড সিরামিকসের পর্ষদ। এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে লোকসান২ টাকা ৯৯ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল (আয়) ২৪ পয়সা। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬ টাকা ৬৬ পয়সায়।