সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর ৫ দিন আগে কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন ফেরদৌস।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় আরকে টেক্সটাইল মিলের ভিতরে মাটি খুঁড়ে তার এ মরদেহ উদ্ধার করা হয়।
ফেরদৌস গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ফেরদৌস আরকে টেক্সটাইল মিলে যাওয়ার পর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে গিয়েও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি') খায়রুল বাশার জানান, এ ঘটনায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুন (৩০) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরকে টেক্সটাইল মিলসের ভিতরে মাটির নিচে পুতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শাহজাদপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল নিরাপত্তা প্রহরীর লাশ https://corporatesangbad.com/59232/ |