সিকদার ইন্স্যুরেন্সের প্রো-রাটার ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধ

Posted on January 10, 2024

কর্পোরেট ডেস্ক: স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা (Pro-rata) ভিত্তিতে শেয়ার বরাদ্দ প্রদানের অংশ হিসেবে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর শেয়ার বরাদ্ধ অনুষ্ঠান বুধবার (১০ জানুয়ারি) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস.কে.আব্দুর রউফ, সিএফও মোঃ মাইনউদ্দিন, কোম্পানি সচিব আবদুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ আবদুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ১৬ কোটি টাকার বিপরীতে ২৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭.০৬ গুন বেশি। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৪২টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ১০৫টি শেয়ার বরাদ্ধ পায়।