বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ডেভিড মিলার

Posted on January 10, 2024

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বহুল প্রত্যাশিত এই টুর্নামেন্ট।

একই সময় বেশ বেশ কয়েকটি টুর্নামেন্ট হওয়ায় অনেক বিদেশি তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ লুফে নিয়ে ডেভিড মিলারকে দলে নিল ফরচুন বরিশাল। ৩৪ বছর বয়সী এ ব্যাটার প্রথম বারের মতো খেলবেন বিপিএলে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। সাউথ আফ্রিকার এসএ-২০ শেষ করে বিপিএলে খেলতে আসবেন বিধ্বংসী এই ব্যাটার। বিপিএলের এবারের আসর শুরু হচ্ছে ১৯ জানুয়ারি।

বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, শেষের দিকে ৩-৪টি ম্যাচে বরিশালের হয়ে খেলবেন এই হার্ডহিটার।

আইপিএলে নিয়মিত খেলা সে মিলার এবার খেলবেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। এ প্রোটিয়া ব্যাটার তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০১ ইনিংসে ৩৩.৮৫ গড়ে করেছেন ২২৬৮ রান। ২ সেঞ্চুরির সঙ্গে ৬ ফিফটি হাঁকানো এ মিডল অর্ডার ব্যাটারের স্ট্রাইক রেট ১৪৪.৫৫। আন্তর্জাতিক হিসেব বাদ দিলে পেশাদার ক্যারিয়ারে মোট ৪৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে ৪১৩ ইনিংসে ৩৫.৪৩ গড়ে তার রান দশ হাজার ছুঁইছুঁই। তার অর্জনের খাতায় ৪৪ ফিফটির সঙ্গে আছে ৪ সেঞ্চুরি।

ফরচুন বরিশালের স্কোয়াড: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল ও দীনেশ চান্দিমাল।