সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. নূরুল আজীম। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রিমিয়ার ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন এবং গুলশান শাখায় ক্রেডিট, ফরেন ট্রেডসহ বিভিন্ন বিভাগে কাজ করেন। পরে তিনি ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার অপারেশন্স ম্যানেজার ও ম্যানেজার পদে দায়িত্ব পালন করেন।
মো. নূরুল আজীম এসবিএসি ব্যাংকে ২০১৪ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেন এবং গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক ছিলেন। সর্বশেষ ২০২২ সালের জানুয়ারি থেকে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয়ে নিয়োজিত ছিলেন। দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং পেশায় তিনি পরিকল্পনা গ্রহণ ও নেতৃত্ব প্রদান, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাসহ সম্পদের গুণগত মানসম্পন্নে সুষ্ঠু ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখেন এবং কয়েকবার সেরা ব্যবস্থাপকের স্বীকৃতি অর্জন করেন। বিজ্ঞপ্তি
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি মো. নূরুল আজীম https://corporatesangbad.com/59121/ |