পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজীবাজার পাওয়ার কো. লি. এর ১৬তম বার্ষিক সাধারন সভা মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আনিস সালাহউদ্দিন আহমাদ এবং আসন গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন এ. কে. এম. বদিউল আলম পরিচালক, মোঃ সামসুজ্জামান পরিচালক, আকবর হায়দার – পরিচালক, ফয়সাল আলম - পরিচালক, আজগার হায়দার পরিচালক, মোঃ নুরুল আমীন – স্বতন্ত্র পরিচালক ও অডিট এবং এনআরসি কমিটি চেয়ারম্যান, শরিফ ওয়াদুদ এফ.সি.এ – স্বতন্ত্র পরিচালক, ইয়াছিন আহমেদ, এফসিএস- কোম্পানি সচিব, এবং ভুলন ভৌমিক - প্রধান অর্থ কর্মকর্তা, প্রমুখ।
সভায় অন্যান্য সিদ্ধান্ত সমূহের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শাহজীবাজার পাওয়ারের ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/58973/ |