গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে মোসা আছিয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার সকালে কোনাবাড়ি থানাধীন আমবাগ পশ্চিমপাড়া বুটমিলের পিছনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওল ভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।
নিহতের পিছনে ইট দিয়ে থেতলানোসহ মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এটি হত্যার ঘটনা। কিভাবে ঘটনাটি ঘটেছে, কারা ঘটিয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানায়, ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। নিহতের পিছনে ইট দিয়ে থেতলানোসহ মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কোনাবাড়িতে এক নারীর মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/58954/ |