সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। এর একজন অটোরিকশাচালক এবং অপরজন অটোরিকশার যাত্রী।
সোমবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকার ৮ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াশ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: রেজাউল করিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া ৮ নম্বর ব্রিজের পাশে অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার চালক সাইদুর রহমান এবং এক নারী যাত্রী।
নিহত সাইদুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে মরহুম আমির হোসেন ছেলে। অপর নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অপরজনের লাশ পরিবার নিয়ে গেছে। নসিমনের চালক পালাতক রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে নিহত ২ https://corporatesangbad.com/58893/ |