কর্পোরেট ডেস্ক: দেশব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পালন করছে দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.।
সোমবার (৮ জানুয়ারি) এ কার্যক্রমের আওতায় পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয় ‘আল-আরাফাহ্ টাওয়ার’ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সর্বসাধারণের মাঝে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে কম্বল প্রদান ছাড়া দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও দুঃস্থ মানুষের কাছে এ কম্বল বিতরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে কম্বল বিতরণ https://corporatesangbad.com/58879/ |