সূচকের সাথে বেড়েছে লেনদেনও

Posted on January 8, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সূচকের সাথে বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩২টি কোম্পানির ১৫ কোটি ৩৩ লক্ষ ৪৯ হাজার ২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪১ কোটি ১৩ লক্ষ ৮৯ হাজার ১০৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৫.৩৪ পয়েন্ট বেড়ে ৬২৬৯.৫১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৯৬ পয়েন্ট বেড়ে ২১০২.২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ৪.২১ পয়েন্ট বেড়ে ১৩৬৭.০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-বিডি থাই, ইন্ট্র্যাকোরিফুয়ে লিং, সী পার্লবীচ, ফু-ওয়াংফুড, রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন ও খান ব্রাদার্স পিপি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, মাইডাস ফাইন্যান্স, বিডি থাই, ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড, এফএএস ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ ও খান ব্রাদার্স পিপি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-স্ট্যান্ডার্ড সিরামিক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, শ্যামপুর সুগার, লিব্রা ইনফিউশন, আনলিমা ইয়ার্ন, আরএসআরএম স্টীল, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড ও ইয়াকিন পলিমার।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৮২৫৫৩৬৮৭৮১৭৮.০০