তথ্য-প্রযুক্তি ডেস্ক : উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে ২০২৩ সালে iPhone 15 লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Apple। ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন ফিচার ফাঁস হয়েছে অনলাইনে। চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে ফোনটি।
এরই মধ্যে এই সিরিজের ফোনগুলো নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। নতুন আইফোনে বাটনগুলো বাদ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
গণমাধ্যমগুলো বলছে, আইফোন ১৫ প্রো সিরিজটি বিভিন্ন বড় ডিজাইনের পরিবর্তন নিয়ে আসবে। গত কয়েক বছরের মধ্যে নতুন আইফোন সিরিজের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এর আগে যেভাবে হেডফোন জ্যাক থেকে বাদ দিয়েছিল সে ভাবেই আইফোন থেকে সব ধরণের ফিজিক্যাল বাটন অপসারণ করা হতে পারে।
অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছিলেন, আইফোন ১৫ সিরিজের মডেলগুলো একটি সলিড স্টেট বাটন ডিজাইনের জন্য তাদের ফিজিক্যাল বাটনগুলোকে বাদ দেবে। অর্থাৎ পাওয়ার বা ভলিউম বাটন কিছুই থাকবে না।
তাহলে বলা যায়, অ্যাপল আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল দুটিতে ভলিউম রকার এবং পাওয়ার বাটনগুলোর মতো এই ফিজিক্যাল বাটনগুলো প্রতিস্থাপন করার পরিকল্পনা করেছে।
একটি নতুন টুইটে কুও বলেছেন, এই সলিড স্টেট বাটনগুলো একটি ট্যাপটিক ইঞ্জিনের সাথে আসবে। যা তাদের ফিজিক্যাল বাটনের ফোর্স ফিডব্যাক অফার করতে সক্ষম করবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আইফোন ১৫ প্রো’তে থাকবে না পাওয়ার-ভলিউম বাটন! https://corporatesangbad.com/5885/ |