দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

Posted on January 8, 2024

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস লেনদেনে অংশ নেওয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

আজ সোমবার ৮ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা ৯.১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৩.৬৭ শতাংশ।

আর ৩ টাকা ৬০ পয়সা বা ৩.২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শামপুর সুগার মিলস, লিব্রা ইনফিউশন, আনলিমায়ার্ন ডাইং, রতনপুর স্টিল, ওরিয়ন ইফিউশন, জেমিনি সী ফুড এবং ইয়াকিন পলিমার লিমিটেড।