নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। আসনটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী।
রোববার (৭ জানুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৬ হাজার ৪২৯ ভোট। তিনি স্বতন্ত্রপ্রার্থী খসরু চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন।
৭৯ হাজার ৮৫ ভোট পেয়েছেন খসরু চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট। আর লাঙ্গল প্রতীক নিয়ে শেরীফা কাদের পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।
উল্লেখ্য, জোটগত সমঝোতার ভিত্তিতে ঢাকা-১৮ আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এ কারণে আসনটিতে নৌকা প্রতীকে কোনো প্রার্থী ছিল না দলটির।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জামানত হারালেন জিএম কাদেরের স্ত্রী https://corporatesangbad.com/58735/ |