৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ

Posted on January 7, 2024

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় মোট ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে রোববার দুপুরে এ তথ্য জানান তিনি।

ইসি বলেন, ‘সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের বিভাগ ভিত্তিক ভোটের মধ্যে ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্টগ্রামে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহী ১৭ ভাগ, ময়মানসিংহে ২০ ভাগ ভোট পড়েছে। সব মিলে আটটি বিভাগে মোট ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ ভাগ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনের নির্বাচন চলছে। এর মধ্যে প্রায় ৯২ ভাগ ভোটকেন্দ্রে সকাল বেলা ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়েছে এবং যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

‘এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। যারা একটি নরসিংদীতে আর অপর দুইটি নারায়ণগঞ্জের জেলার আড়াইহাজারে।’

ইসি আরও বলেন, ‘অনিয়মের সঙ্গে যারা জড়িত, পুলিশ তাদের ধরার চেষ্টা করছে। আর যে প্রিসাইডিং অফিসার এই কাজে সহযোগিতা করেছিল তাকে আটক করা হয়েছে। এ ছাড়া আমার জানামতে অনিয়মের বিভিন্ন কারণে তিনজনকে সাজা দেয়া হয়েছে।’

সচিব বলেন, ‘মুন্সীগঞ্জের নিহতের ঘটনা যেটি ঘটেছে সেটা ভোটকেন্দ্রের পাশে ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছে এটা ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ওই ব্যক্তি নাকি অন্য একটি মার্ডার মামলার আসামি ছিলেন। ভোটকে কেন্দ্র করে তিনি এলাকায় আসায় প্রতিপক্ষরা তাকে ছুরিকাআঘাত করে হত্যা করেছেন বলে আমরা শুনেছি।’

প্রকৃত ঘটনা তদন্ত করে বিস্তারিত তথ্য দিতে পারবেন বলে জানান ইসি সচিব জাহাংগীর আলম।

এর আগে সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রমুখী হচ্ছেন ভোটাররা।