কর্পোরেট সংবাদ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
আজ রোববার দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ভোটকেন্দ্রে সকাল ১১টায় তিনি ভোট দিয়ে ভোট উৎসবে যোগ দেন।
ভোট প্রদান শেষে নসরুল হামিদ বলেন, সারাদেশের মতো কেরানীগঞ্জেও ভোট উৎসব হচ্ছে। সকলের মতো তরুণ ভোটার, বিশেষ করে যারা এবারই নতুন ভোটার হয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করছে।
এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে ঢাকা-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি দেশেজুড়ে বিএনপি-জামায়াতের চালানো অগ্নি সন্ত্রাসের জবাব হিসেবে শীতকে উপেক্ষা করে তারা সকাল সকাল ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভোট দিলেন নসরুল হামিদ https://corporatesangbad.com/58646/ |