নিজস্ব প্রতিবেদক: সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৫ (পীরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে পীরগঞ্জের লালদীঘি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দেওয়া শেষে স্পিকার বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ সরকারের আমলে পীরগঞ্জসহ দেশের মানুষের জীবন-মান উন্নয়ন হয়েছে। এগিয়েছে বহুদূর।
প্রধানমন্ত্রীর নিজের এলাকা হিসেবে এখানকার মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের বিজয় ঘটাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন স্পিকার https://corporatesangbad.com/58631/ |