পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে দেশবন্ধু পলিমার লিমিটেডের।
আজ বৃহস্পতিবার ৪ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৩.১৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর কমেছে ৪০ পয়সা বা ২.৪৬ শতাংশ।
আর ২ টাকা ৮০ পয়সা বা ২.৪৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নর্দান ইসলামী ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর পতনের শীর্ষে দেশবন্ধু পলিমার https://corporatesangbad.com/58355/ |