“ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের” ১০০ কোটি টাকার ঋণ বিতরনের সিদ্বান্ত

Posted on January 4, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিনিয়োগকারী-বান্ধব বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে পরামর্শক্রমে সিএমএসএফ বিধিমালা ২০২১ এর ধারা ৫ (১৫) অনুযায়ী পুঁজি বাজারের স্থিতিশীলতা এবং উন্নয়নে “ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের” ১০০ কোটি টাকার ঋণ বিতরনের সিদ্বান্ত নিয়েছে।

সিএমএসএফ বোর্ড অব গভর্নরস মনে করে, ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের ক্ষমতায়নের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল রাখায় ভুমিকা রাখবে এবং এই উদ্যোগটি একটি স্থিতিস্থাপক আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বাজারের গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।

আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) অনুষ্ঠিত একটি জরুরী বোর্ড অফ গভর্নর সভায়, বোর্ড নিয়মিত দায়িত্ব হিসেবে ১০০ কোটি টাকার ঋণ তহবিল বিতরণ অনুমোদন করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে বাজার মধ্যস্থতাকারীরা সিএমএসএফ নীতিমালা এবং বিএসইসি নির্দেশনা অনুসারে সিএমএসএফ মনোনীত ব্যাঙ্কের মাধ্যমে এই ঋণ গ্রহণ করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি