পৌষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

Posted on January 4, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: পৌঁষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। গত কয়েকদিনের তুলনায় কমেছে তাপমাত্রা। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না এ জেলায়। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা। নষ্ট হচ্ছে ধানের বীজতলা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।