তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি'কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায়ের নির্দেশনা মোতাবেক এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অন্যান্য অফিসারদের সহায়তায় গত ২রা জানুয়ারি বিকেলে শ্রীমঙ্গল উপজেলাধীন ফুলছড়ি গাংপাড় সাকিনে অভিযান পরিচালনা করে তিন জুয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর গ্রামের মোঃ মিরকুছ মিয়ার ছেলে মোঃ লকন (২৫), একই এলাকার কবির মিয়ার ছেলে মোঃ সালমান হোসেন (২৫) এবং মৃত রাজা মিয়ার ছেলে মোঃ ইকবাল মিয়া (২৮)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার দুপুরে ৩ আসামিকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রীমঙ্গলে নগদ টাকাসহ ৩ জুয়ারীকে গ্রেপ্তার https://corporatesangbad.com/58247/ |