তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ-৪ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন অনুসন্ধান কমিটি।
বুধবার (৩ জানুয়ারি) সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে নির্বাচনী সমাবেশ করার অভিযোগে তাকে এ নোটিশ দেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ সবুজ পাল।
নোটিশে বলা হয়, গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের মধ্যবাজারে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে নির্বাচনী সমাবেশ করেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব আলী। এতে নির্বাচনী আচরণ বিধির সংশ্লিষ্ট ধারা লঙ্ঘিত হয়। ৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করার জন্য নোটিশে উল্লেখ করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে শোকজ https://corporatesangbad.com/58235/ |