করোনায় ২৪ ঘণ্টায় ১৬ জন শনাক্ত

Posted on January 3, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে ১৬ জনের শরীরে করোনা সংক্রমন পাওয়া গেছে। এ পর্যন্ত মোট আক্রন্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৩৪৬ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। এ সময় ৪০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শুরু থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৪৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।