ইসলামী ব্যাংকিং ডিপ্লোমার ফল প্রকাশিত

Posted on January 3, 2024

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) পরিচালিত 'ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং’ (ডিআইবি) পরীক্ষার অক্টোবর ২০২৩ পর্বের ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ইসলামী ব্যাংক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৪৭৯৯ জন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পার্ট-১ এ ৯২২ জন এবং পার্ট-২ তে ৯৮০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাসনাইন আবিদ ও খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ এ সময় উপস্থিত ছিলেন।