নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু জাফর মজুমদার। কুমিল্লা লাঙ্গলকোটের সন্তান নতুন বছরের শুরুতেই উপ-পরিচালক থেকে পদোন্নতি পেয়ে ৫ম গ্রেডের পদ যুগ্ম-পরিচালক হিসেবে উন্নীত হয়েছেন।
২০০৫-০৬ সেশনে আবু জাফর মজুমদার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের চাকুরিরত অবস্থায় ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি সম্পন্ন করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতোকত্তর এবং এমবিএ করেন। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ওপর মাস্টার্স সম্পন্ন করেছেন।
জাফর মজুমদার সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে ২০১৫ সালে জয়েন করেন। প্রথমে তিনি আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তীতে ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে বদলি হয়ে বর্তমানে এ বিভাগেই কর্মরত রয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম-পরিচালক হলেন আবু জাফর https://corporatesangbad.com/58036/ |