তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাঁটা পড়ে হেনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানের রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাতে কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানারা বেগম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের একটি ইঞ্জিন কুলাউড়া থেকে সিলেটের দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনে ওই ইঞ্জিনের নিচে কাঁটা পড়ে তিনি। এতে করে ঘটনাস্থলেই মারা যান।
এসআই জাহানারা আরও জানান, ধারণা করা হচ্ছে হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু https://corporatesangbad.com/58019/ |