পুঁজিবাজার ডেস্ক : বছরের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩২টি কোম্পানির ১৭ কোটি ৬৬ লক্ষ ৬৫ হাজার ৯৫৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫১৬ কোটি ৮৮ লক্ষ ৮৬ হাজার ৩৭০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯.৪৬ পয়েন্ট কমে ৬২৩৩.৪২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৬৫ পয়েন্ট কমে ২০৮৯.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.০৮ পয়েন্ট কমে ১৩৬০.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-সী পার্ল রিসোর্ট, অরিয়ন ইনফিউশন, বিডি থাই, অলিম্পিক এক্সোসরিজ, খান ব্রাদার্স পিপিএল, ইন্ট্র্যাকোরিফুয়ে লিং, খুলনা প্রিন্টিং, আইএফআইএল ইসলামি মি. ফা-১, ইস্টার্ণ ইন্সুঃ ও সেন্ট্রাল ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-স্ট্যান্ডার্ড সিরামিকস, খান ব্রাদার্স পিপিএল, অরিয়ন ইনফিউশন, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্সুঃ, লিব্রা ইনফিউশনস, আরামিট সিমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল, রূপালি ইন্সুঃ ও ন্যাশনালটি কোং।
দরকমারশীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-প্রাইম ফার্স্ট আইসিবিএমি. ফা., আইসিবি সোনালি মি. ফা., গোল্ডেন জুবলি মি.ফা., এনসিসিবি মি. ফা-১, আইসিবি ৩য় এনআরবি মি. ফা., বিডি থাই, সিএপিএম আইবিবিএল মি. ফা., আইসিবিএমপ্লয়ী ১ স্কীম ১ মি. ফা., এশিয়ান টাইগার ও অলিম্পিক এক্সেসরিজ।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৮০৪০০০০৭৬১৩৫.০০
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচক কমলেও বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/58000/ |