কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
আজ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এহিয়া হোসেন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম বলেন, নৌকায় কেন ভোট দিবেন? কারণ, নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকা উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে অসহায় মানুষেরা ভাতা পায়, ঘর পায়। জনগন নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা, স্বামী পরিত্যক্তা নারী আর প্রতিবন্ধীদের ভাতা দেন শেখ হাসিনা সরকার। শিক্ষা উপবৃত্তি দেয়া হয়। সবার হাতে হাতে এখন মোবাইল ফোন। ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে।শেখ হাসিনা চিন্তা করেন দেশ ও দেশের মানুষ ভাল থাকুক। আর ভাল থাকতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিজিৎ বসাকের সঞ্চালনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহিদুল হক সরকার, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইমদাদ সরকার প্রমুখ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: হুইপ https://corporatesangbad.com/57954/ |