বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমির খানের ছবি। সোশ্যাল মিডিয়ায় আমির নিজে ছবি পোস্ট করেন না, শুধুমাত্র ছবির প্রচারেই প্রযোজনা সংস্থার তরফে তাঁর ছবি প্রকাশ্যে আসে। তবে এবার আমিরের ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল। সাদা কালো ছবিতে আমিরের সঙ্গে মিল খুঁজে পান কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে আমিরের চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, লেন্সের সামনে পাইপের ধোঁয়া। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ দেখলেই বাঙালির চোখের সামনে যে ছবি উঠে আসে, তিনি হলেন বাঙালির আন্তর্জাতিক মুখ সত্যজিৎ রায়। আমিরের হঠাৎ এই লুক দেখে অনেকেই ভেবে বসেন, এবার হয়তো সত্যজিৎ রায়ের বায়োপিক তৈরি করতে পারেন অভিনেতা। আর সেই কারণেই এই ছবি ক্লিক করা হয়েছে।
সত্যজিৎ রায়ের অনবদ্য চলচ্চিত্র ‘সোনার কেল্লা’র হিন্দি রিমেক তৈরি করবেন সুজিত সরকার। আর পরিচালকের ভাবনায় ‘ফেলুদা’ চরিত্রে মিস্টার পারফেকশনিস্ট-ই পারফেক্ট।
বর্তমানে ‘সোনার কেল্লা’ চলচ্চিত্রটির হিন্দি রিমেক তৈরির অনুমতি সংক্রান্ত কার্যক্রম চলছে। সুজিত সরকার এ বিষয়ে জানিয়েছেন, “আশা করি খুব শিগগিরই সব কাজ শেষ হবে। ‘সোনার কেল্লা’ খুবই প্রশংসিত সিনেমা।
যেটিকে আমি আরো বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। আমি সত্যজিতের ছবি দেখে বড় হয়েছি। কিন্তু আমি চাইনি তার সিরিয়াস সিনেমাগুলো নিয়ে কাজ করতে যেগুলো স্ক্রীনে আনা কঠিন। ”
সুজিত সরকার জানিয়েছেন, ‘গোয়েন্দা চরিত্রে আমির-ই যথার্থ পছন্দ। ’
চলচ্চিত্রকার সত্যজিৎ রায় লেখালেখি করতেন নিয়মিত। ছোটদের বাংলা ম্যাগাজিন ‘সন্দেশ’-এ ১৯৬৫ সালে সর্বপ্রথম ফেলুদাকে নিয়ে গল্প বেরোয়। পরবর্তীতে এই ফেলুদাকে উপজীব্য করে ‘সোনার কেল্লা’ ছবিটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায় নিজেই।
আমিরের সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ২০২২ সালে ওই ছবি মুক্তির পর বড়পর্দা থেকে দূরে রয়েছেন আমির খান। ২০২৩ সালে তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। তবে এবার আমিরের ছবি ঘিরে শোরগোল শুরু হয়ে গেছে নেটপাড়ায়। আমিরকে হঠাৎ এভাবে দেখে অনেকেই চমকে উঠেছে। সিনেমাপ্রেমীদের কাছে এ ছবি, এ লুক খু্ব চেনা।
ভীষণ পরিচিত এই লুকে সত্যজিৎ রায়ের ছবি দেখে অভ্যস্ত দর্শকের মনে খটকা লাগে, তাহলে কি এবার সত্যজিতের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি?
আরও পড়ুন:
‘ওমর’র ফার্স্ট লুকে নজর কাড়লেন রাজ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সত্যজিৎ রায়ের লুকে আমির খান! https://corporatesangbad.com/57868/ |