ন্যাশনাল ব্যাংকের ডিএমডি হলেন শেখ আকতার উদ্দিন

Posted on January 2, 2024

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন শেখ আকতার উদ্দিন আহমেদ। এর আগে তিনি ব্যাংকের এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। শেখ আকতার উদ্দিন আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২৫ বছরের ব্যাংকিং কর্মজীবনে তিনি ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স, ক্রেডিট অপারেশন্স, ফরেন রেমিটেন্স, জেনারেল ব্যাংকিংসহ ওভারসিজ অপারেশন্সের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এক যুগ তিনি মালয়েশিয়ায় এনবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আকতার উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অনেক পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি