বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট শফিউল আজমের যোগদান

Posted on January 2, 2024

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) মোহাম্মদ শফিউল আজম। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও বিআইসিএমের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে তিনি যোগদানপত্র জমা দেন। সম্প্রতি বিএসইসি কর্তৃক জারিকৃত এক অফিস আদেশে বলা হয়, বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্টের মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হবে। পরবর্তী নির্বাহী প্রেসিডেন্ট নিয়োগ না হওয়া পর্যন্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি