শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে প্রায় ১ কেজি ওজনের ৮ পিচ স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে, এ সময় বিজিবি কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি।
রবিবার রাতে সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা থেকে উক্ত স্বর্ণের বার গুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা দিয়ে চোরাকারবারীরা বাইসাইকেলে করে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে কালিয়ানী বিওপির নায়েক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশী চালিয়ে সিটের নীচে পাইপের ভিতরে থাকা ৮ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন প্রায় ১ কেজি (৯৩৩.১২ গ্রাম)। যার আনুমানিক মূল্য সাড়ে ৮৬ লাখ টাকা। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার জব্দ https://corporatesangbad.com/57821/ |