পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৮টি কোম্পানির মোট ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ সোমবার ১ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটি ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।
সোমবার ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ১ কোটি ৩৪ লাখ লাখ ৩ হাজার , ওরিয়ন ফার্মার ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার, আলহাজ টেক্সটাইল ১ কোটি ২২ লাখ ২৬, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার, যমুনা ব্যাংকের ৮৩ লাখ ৬০ হাজার, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ৭৫ লাখ ১৫ হাজার এবং সোনালী আঁশের ৫৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন https://corporatesangbad.com/57799/ |