দরপতনের শীর্ষে ইমাম বাটন

Posted on January 1, 2024

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর ১১ টাকা ৫০ পয়সা বা ৬.৭১ শতাংশ কমেছে।
আজ সোমবার ১ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ১৬০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩৪ বারে ১৮ হাজার ৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।

আফতাব অটোমোবাইলস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

অলিম্পিক অ্যাক্সেসরিজ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.২৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- প্যাসিফিক ডেনিমস, খুলনা প্রিন্টিং, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইভিন্স টেক্সটাইল, লিবরা ইনফিউশ, আজিজ পাইপস ও জেমিনি সী ফুড লিমিটেড।