সাতক্ষীরায় নতুন বই পেল ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী

Posted on January 1, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বছরের প্রথম দিনে নতুন বই পেল ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় সিলভার জুবলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

পরে সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন তিনি এসব নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠেন শিক্ষার্থীরা।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল- মামুন উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় জেলায় ৩১ লাখ ৭০ হাজার ৩০২ জন শিক্ষার্থী নতুন বই পাবেন বলে জানান জেলা শিক্ষা অফিস।