কর্পোরেট ডেস্ক : বন্দর নগরী চট্টগ্রামের নাসিরাবাদে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান ভার্চুয়াল প্লাটফরমে অফিসটির সেবা ও ব্যবসায় কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। রাজধানীতে প্রতিষ্ঠানটির সদর দফতরস্থ পরিচালনা পর্ষদ সভাকক্ষ থেকে জুম প্লাটফরমে যুক্ত হয়ে তিনি এ উদ্বোধন ঘোষনা করেন।
এসময় বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, সকল মহাব্যবস্থাপক এবং সদর দফতরে কর্মরত সকল উপমহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের নাসিরাবাদস্থ শাখা অফিসটিতে এসময় অর্ধশতাধিক ঋণগ্রহীতা ও সেবা প্রত্যাশী নাগরিকগণ উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক এসময় উপস্থিত নাগরিকদের অনুভূতি এবং প্রতিক্রিয়া শ্রবণ করেন এবং তাঁদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য এ অফিসের সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। বিএইচবিএফসি, চট্টগ্রাম জোনের ব্যবস্থাপক মো. ইউসুফ সালাহউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নাসিরাবাদে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন https://corporatesangbad.com/57754/ |