সোনালী আঁশের এজিএম স্থগিত

Posted on January 1, 2024

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানিটির এজিএম রোববার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ঘোষিত বোনাস লভ্যাংশের সম্মতি পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে। কোম্পানির এজিএমের নতুন তারিখ এবং বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরে সোনালী আঁশ ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।