কর্পোরেট ডেস্ক: দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এস.কিউ গ্রুপ-এর সঙ্গে ‘‘প্রাইম পেরোল” চুক্তি স্বাক্ষর করেছে।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং এস. কিউ গ্রুপ-এর চিফ পিপল অ্যান্ড সাসটেইনেবিলিটি অফিসার মো: ওয়ারিসুল আবিদ-এর উপস্থিতিতে ব্যাংকের হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ ও এস. কিউ গ্রুপ-এর গ্রুপ চিফ ফিন্যানন্সিয়াল অফিসার অলোক বাগচী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে এস. কিউ গ্রুপ-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রাইম ব্যাংকের কনজ্যুমার লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কনজ্যুমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধাপাবেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং সুবিধা পাবেন এস. কিউ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ https://corporatesangbad.com/57523/ |