বিনোদন ডেস্ক : নাটক-সিনেমায় একটা সময় নিয়মিত অভিনয় করতেন শাহরিয়ার নাজিম জয়। মাঝে কিছুটা বিরতি। এরপর নাম লেখান উপস্থাপনায়। এখানে সফল হলেও সমালোচনা কম হয়নি তাকে নিয়ে। বিশেষ করে তারকাদের সাক্ষাৎকার নির্ভর ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটির মাধ্যমে নানা বিতর্কের জন্ম দেন তিনি। এখন জয় পুরোদস্তুর কনটেন্ট ক্রিয়েটর। এই মাধ্যমটিতে সহজেই পেয়েছেন প্রতিষ্ঠা। নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নানা অভিমত ও টক-শো করে থাকেন তিনি। এ থেকে ভালো আয়ও করেন।
জানা গেছে, ২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। সেই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ২০২৩ সালে নাজিম জয় পেইজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লাখ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।
জয়ের এই পোস্টের মন্তব্য বাক্সে প্রচুর মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। তারা শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফেসবুক থেকে জয়ের বছরে আয় ৮০ লাখ টাকা, কিনেছেন ফ্ল্যাট https://corporatesangbad.com/57513/ |