মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিনে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
আগামী ৬,৭ এবং ৮ জানুয়ারী একইসাথে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসাথে বন্ধ থাকবে দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, আগামী ৬, ৭ এবং ৮ জানুয়ারী টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেইসাথে সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।
জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, ৬ জানুয়ারী রাত ১২ টা থেকে ৭ জানুয়ারী রাত ১২ টা পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজে কোনো বহিরাগত থাকতে পারবেনা।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮ টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সেন্টমার্টিন দ্বীপে ৩ দিন পর্যটক চলাচল নিষিদ্ধ https://corporatesangbad.com/57461/ |