নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর হাতিরপুল সড়কে নির্বাচনি প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতরা হলেন- জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জ্বলসহ (৩০) আরও কয়েকজন।
জানা গেছে, নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এ বিষয়ে ঢাকা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমসম্পাদক মোশারফ হোসেন রাজা বলেন, দুপুরে আমরা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নিই। পরে হাতিরপুল থেকে মিছিল সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা আক্রমণ করেন। লাঠিসোঁটা দিয়ে আমাদের নেতাকর্মীদের পেটাতে থাকেন। এতে অন্তত ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফেরদৌসের প্রচারণায় আ.লীগের দুই গ্রুপের মারামারি, আহত ৩০ https://corporatesangbad.com/57451/ |