সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এবং ভোটের পরবর্তী সময়েও ভোটের মাঠে দায়িত্ব পালন করবে র্যাব-১২।
আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ভোটগ্রহনের দুই দিন আগে ভোট গ্রহনের দুই দিন পর পর্যন্ত নির্বাচনী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে র্যাব-১২, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পিকআপ ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তৎপর রয়েছে র্যাব-১২ এর গোয়েন্দা টিম। জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাব-১২, সিরাজগঞ্জ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করণে র্যাব-১২ এর অধিনায়ক বিভিন্ন এলাকায় টহল টিমের কার্যক্রমের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাব-১২, সিরাজগঞ্জ এলাকায় রোবাস্ট পেট্রোলের মাধ্যমে জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল https://corporatesangbad.com/57384/ |