নিজস্ব প্রতিবেদক: সুন্দরব সংলগ্ন শিবসা নদীতে ফ্লাইএ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে এমভি গায়েহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটি তলা ফেটে নদীতে ডুবে যায়।
খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র নাথ জানান, বৃহস্পতিবার বিকালে এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। এ খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে।
কিছু ট্রলার দিয়ে লাইটারটিকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হয়। রাতে লাইটারটি নদীর চরে আটকা থাকে। তবে বৃহস্পতিবার দুপুরে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লাইটারটি কাঁথ হয়ে পুরোপুরি ডুবে যায়।
নৌ পুলিশের ওই কর্মকর্তা জানান, ডুবে যাওয়া লাইটারটি ভারতের ভজভজ এলাকা থেকে ১৪২২ মেট্রিকটন ফ্লাইএ্যাশ (সিমেন্টর কাঁচামাল) নিয়ে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল। তিনি দাবী করেন, ওই লাইটার ডুবির ফলে শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ডুবে যাওয়া লাইটারের ফ্লাইএ্যাশ নদীতে ভেসে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১৪২২ টন ফ্লাইএ্যাশ নিয়ে ডুবলো লাইটার জাহাজ https://corporatesangbad.com/57351/ |