দর পতনের শীর্ষ স্ট্যান্ডার্ড সিরামিক

Posted on December 28, 2023

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৭২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ বৃহস্পিতবার ২৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শামপুর সুগার মিলসের শেয়ারদর কমেছে ১৮ টাকা ৫০ পয়সা বা ৮.৭৩ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৮.৪৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, এশিয়ান টাইগার স্বন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ওরিয়ন ইনফিউশন, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড।