কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
সম্প্রতি ঢাকায় দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার।
এ সময়, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ, ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম এবং এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলীসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং ব্যাংকের শাখাসমূহের মাধ্যমেও এনসিসি ব্যাংক সারাদেশে উল্লেখযোগ্য পরিমাণ কম্বল বিতরণ করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শীতার্ত মানুষের মাঝে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ https://corporatesangbad.com/57160/ |