মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি : চকরিয়ায় পিকনিকের বাস ও লেগুনার সাথে সংঘর্ষে ঘঠনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া-চকরিয়ার সীমান্তবর্তী উত্তর হারবাং কলাতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোস্তাক আহামদের পুত্র রিদোয়ান(৪২), একই এলাকার পূর্ব বৃন্দাবনখীলের বাসিন্দা রশিদ আহমদের পুত্র বক্কর(৩৮), বত্তাতলী এলাকার মোজাফফরের পুত্র মহি উদ্দীন(৩৬) ও সামাজিক পাড়ার বাসিন্দা বাদশার পুত্র জয়নাল(৩৯)। নিহতরা সবাই হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং নির্মান শ্রমিক।
দূর্ঘটনার কারনে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে চিরিঙ্গা হাইওয়ে থানা ও চকরিয়া ফায়ার সার্ভিসের টীম এসে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শি জানান, কক্সবাজার গামী জাকির ট্রাভেলস নামক একটি পিকনিক বাস বেপরোয়া গতিতে এসে লোহাগাড়া গামী একটি লেগুনা গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ফলে ঘঠনাস্থলে ৪ জন নিহত হয়।আহতদের স্হানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ভূইয়া সাংবাদিকদেরকে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি, গাড়ি দুটি জব্দ করা হয়েছে ও লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪ https://corporatesangbad.com/57106/ |