যুদ্ধের প্রস্তুতি জোরদারের আহ্বান কিমের

Posted on December 28, 2023

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দলকে দেশের পরমাণু কর্মসূচিসহ যুদ্ধের প্রস্তুতি ‘বেগবান’ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ‘উস্কানি দিলে’ পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে কিম সতর্ক করার মাত্র এক সপ্তাহ পর তিনি এমন মন্তব্য করলেন।

এ বছরের একেবারে শেষ নাগাদ দলের চলমান বৈঠকে কিম এ কথা বলেন। চলতি বৈঠকে তিনি ২০২৪ সালের জন্য নীতিগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, পারমাণবিক অস্ত্র এবং বেসামরিক প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে কিম তার দলকে যুদ্ধের প্রস্তুতি আরো জোরদার করতে বলেছেন।

তিনি আরো জোরদিয়ে বলেন, ওয়াশিংটনের সাথে ‘নজিরবিহীন’ উত্তর কোরিয়া বিরোধী সংঘাতের কারণে কোরীয় উপদ্বীপে সামরিক পরিস্থিতি চরম হয়ে উঠছে।

এ সপ্তাহের শুরুতে কিম ২০২৩ সালকে ‘বড় ধরনের ঘুরে দাঁড়ানোর এবং বড় পরিবর্তনের বছর’ হিসেবে আখ্যায়িত করেন।