নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর হঠাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ০১ জানুয়ারি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম ছিলো ১২১ টাকা ৪০ পয়সা। আর আজ (রোববার) শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে ১৪৭ টাকা ৮০ পয়সায়। ১১ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২৬ দশমিক ৪০ শতাংশ।
সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর বাড়ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানা নেই প্রগতি লাইফ ইন্স্যুরেন্স https://corporatesangbad.com/5698/ |