গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন ও থানার অফিসার ইনচার্জ শাহ জামানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক রিয়াজ আহমেদ বাবু অভিযোগ করে বলেন, নৌকার গণজোয়ার দেখে তাদের প্রতিপক্ষ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার অফিস পুড়িয়েছে এবং ভাংচুর করেছে। এ ঘটনায় থানায় তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর https://corporatesangbad.com/56944/ |