কর্পোরেট সংবাদ ডেস্ক : বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজ রিচার্জ করে প্রতারিত হওয়ার অভিযোগ এনে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার (২৭ ডিসেম্বর) গ্রামীণফোনের গ্রাহক শ্যামপুর কদম তলির বাসিন্দা ফারহানা খানের আইনজীবী মাসুদ আহমেদ এটি জানান।
আইনজীবী জানান, ফারহানা খানের মোবাইলে গত ২৩ ডিসেম্বর মেসেজ আসে যে, ১০৮ টাকা রিচার্জ করে *২১২°১১১৫# ডায়াল করলে ৩০ দিন মেয়াদে ৭ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাবে। যথারীতি বাদী ১০৮ টাকা রিচার্জ করে উক্ত নম্বরে ডায়াল করিলে প্রত্যাশিত ইন্টারনেট ডাটার পরিবর্তে গ্রামীণফোন কোম্পানি বাদীকে প্রতারিত করে ১৪০ টাকার ৭ দিন মেয়াদে টক টাইম দেয়।
এভাবে গ্রামীণফোন কোম্পানি তাদের ১০ (দশ) কোটির উপর গ্রাহককে প্রতারিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং বিভিন্ন সময়ে নানারকম বিভ্রান্তি ও প্রতারণা করে যাচ্ছে। সূত্র চ্যানেল 24
এ বিষয়ে আজ নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি নোটিশ https://corporatesangbad.com/56928/ |